গ্র্যান্ড লাইফ এক্সপোর প্রথম দিনে চট্টগ্রামে ‘কোভিড হিরোদের’ সম্মাননা

করোনাভাইরাস মহামারীতে অসাধারণ উদ্যোগ ও অসামান্য অবদান রাখায় চট্টগ্রামে আট ব্যক্তি, ১০টি সংগঠন ও দুটি প্রতিষ্ঠানকে “কোভিড হিরো’স অব চট্টগ্রাম” সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার নগরীর পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে ‘গ্র্যান্ড লাইফ এক্সপো-২০২১’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
Covid_Heros_CTG_20Feb21.jpg
করোনাভাইরাস মহামারীতে অসাধারণ উদ্যোগ ও অসামান্য অবদান রাখায় চট্টগ্রামে আট ব্যক্তি, ১০টি সংগঠন ও দুটি প্রতিষ্ঠানকে “কোভিড হিরো’স অব চট্টগ্রাম” সম্মাননা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
করোনাভাইরাস মহামারীতে অসাধারণ উদ্যোগ ও অসামান্য অবদান রাখায় চট্টগ্রামে আট ব্যক্তি, ১০টি সংগঠন ও দুটি প্রতিষ্ঠানকে “কোভিড হিরো’স অব চট্টগ্রাম” সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার নগরীর পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে ‘গ্র্যান্ড লাইফ এক্সপো-২০২১’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
 
চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের আয়োজনে ১৯ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী এক্সপোর উদ্বোধন করেন নবনির্বাচিত সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফইউজে’র নির্বাহী সদস্য সাংবাদিক নেতা আজহার মাহমুদ।
 
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে প্রবেশ করেই আমার মন উৎফুল্ল হয়েছে। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের আমি ধন্যবাদ জানাই, কারণ তারা কোভিড হিরোদের সংবর্ধনা দিচ্ছে। মানুষ হওয়ার জন্য মানবিকতা ও মনুষ্যত্ব থাকতে হয়, অর্জন করতে হয়। আমি আশা করবো, এই সৃজনশীল ও মানবিক মানুষেরা আরও এগিয়ে যাবেন।’
 
মহিউদ্দিন মাসুমের সঞ্চালনায় চট্টগ্রামের কোভিড হিরো হিসেবে আজাদ তালুকদার, ডা. বিদ্যুৎ বড়ুয়া, অ্যাডভোকেট রেহানা বেগম রানু, তানভীর শাহরিয়ার রিমন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, গাওসিয়া কমিটি, আল-মানহিল কল্যাণ ফাউন্ডেশন, কর্ণফুলী ফাউন্ডেশনের সৈয়দ জালালউদ্দিন আহমেদ রুম্মান, অক্সিজেন ফর লাইফ ফাউন্ডেশনের রাকিব উদ্দিনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
 
এ ছাড়া, চেইঞ্জ মেকার অব চট্টগ্রামের সম্মাননা স্মারক প্রদান করা হয় মঞ্জুরুল হক মঞ্জু, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চু, অসীম কুমার দাশ, দৃষ্টি চট্টগ্রামকে। করপোরেট কোভিড কন্ট্রিবিউটর হিসেবে ইস্পাহানি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে সম্মাননা দেওয়া হয়।
 
এডিসি শাহ মুহাম্মদ আব্দুর রউফ, সাংবাদিক নেতা সাইদুল ইসলাম, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ও উপপরিদর্শক (এসআই) মৃণাল মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 
আমার দারাজের পৃষ্ঠপোষকতায় সামাজিক সংগঠন এবিসি গ্র্যান্ড লাইফ এক্সপো-২০২১ এর আয়োজন করে। অনুষ্ঠানে সহআয়োজক ছিল লাইফ ফর লাইফ ও ওমেন্স কনসেপ্ট।
 
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘ফিল্ড হাসপাতাল ছোট একটা স্বপ্ন ছিল। এখন এই হাসপাতালটি অনেক বড় হয়েছে, চট্টগ্রামবাসীর হাসপাতাল হয়েছে। হাসপাতালটি আমার একার নয়, এর সাথে অনেক নিবেদিতপ্রাণ মানুষ যুক্ত আছেন। আমি তাদের প্রতিনিধিত্ব করেছি মাত্র।’
 
একুশে পত্রিকা সম্পাদক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা আজাদ তালুকদার বলেন, ‘আমি বরাবরই বিখ্যাত হওয়ার চেয়ে সুন্দর জীবনের অধিকারী হতে চেয়েছি। সুন্দর জীবনবোধের অংশ হিসেবে ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা হিসেবে আমার যুক্ত হওয়া।’
 
র‌্যাংকস এফসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর শাহরিয়ার রিমন বলেন, ‘আমি কোভিড হিরো হওয়ার মতো কিছু করিনি, তারপরও আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরেও ভালো কিছু করতে অনুপ্রেরণা জোগাবে।’
 
চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহাকরী উপকমিশনার (এডিসি) শাহ মুহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘লকডাউন চলাকালে সময়ে পুলিশ যখন সবাইকে ঘরে রাখার চেষ্টা করছিল, তখন খেটে খাওয়া মানুষেরা কষ্ট পাচ্ছিলেন। সে সময় এসব খেটে খাওয়া মানুষের মধ্যে ২৪ হাজার পরিবারকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি। এটি আমাদের বড় একটি অর্জন বলা যায়।’

Comments

The Daily Star  | English

Abu sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

9h ago