গেইল, প্রীতির সঙ্গে পরিচিত হতে অধীর অপেক্ষায় শাহরুখ খান
আইপিএলের নিলামে প্রীতি জিনতা যখন শাহরুখ খানকে কিনে নেন, বেশ হাস্যরসের জন্ম হয় তখন। কলকাতা নাইট রাইডার্সের সত্ত্বাধিকারী ও বলিউড সুপারস্টার শাহরুখের মিতা হয়েই আইপিএলে হাজির হয়েছেন তামিলনাড়ুর তরুণ শাহরুখ। সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বাজিমাত করা এই ব্যাটসম্যানকে দলে পেতে হয় কাড়াকাড়ি। ৫ কোটি ২৫ লাখ রুপিতে তাকে নেয় পাঞ্জাব কিংস। অবিশ্বাস্য মূল্যে দল পাওয়া এই ক্রিকেটার এখন ক্রিস গেইল আর প্রীতি জিনতার সঙ্গে দেখা করতে আছেন মুখিয়ে।
তার পুরো নাম মাসুদ শাহরুখ খান। কিন্তু নামের শেষের অংশের জন্যই এরমধ্যে বিখ্যাত হয়ে গেছেন তিনি। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার টাইমস অব ইন্ডিয়াকে জানান, বলিউড তারকা শাহরুখের নাম থেকেই রাখা হয় তার নাম, ‘আমার খালা শাহরুখ খানের বিশাল ভক্ত। তিনিই আমার মাকে বলেছিলেন ছেলের নাম যেন শাহরুখ খান রাখা হয়। সেভাবেই আমার নাম রাখা হয়েছে।’
মুশতাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে চ্যাম্পিয়ন তামিল নাড়ু দল ব্যস্ত আছে বিজয় হাজারে ট্রফির জন্য। আইপিএল নিলামের দিন রাজ্য দলের হয়ে অনুশীলন শেষে হোটেলে ফিরছিলেন। পথেই মোবাইল স্ক্রিনে পান বিশাল সুখবর, ‘যখন নিলাম চলছিল তখন আমি বাসে। সতীর্থদের সঙ্গে অনুশীলন সেরে হোটেলে ফিরছিলাম। আমার সব সতীর্থ চিৎকার করে উঠেন যখন আমাকে পাঞ্জাব নিয়ে নেয়। অধিনায়ক দীনেশ কার্তিক ও সব সতীর্থ আমাকে অভিনন্দন জানায়। এটা অবিশ্বাস্য অনুভূতি।’
‘আমি জানতাম আমি দল পেতে পারি। কিন্তু এত টাকায় সেটা ভাবিনি।’
সৈয়দ মুশতাক আলি ট্রফির ফাইনালে দলের জয়ে ৭ বলে ১৮ করে অপরাজিত ছিলেন শাহরুখ। কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশের বিপক্ষে সাত নম্বরে নেমে করেন ১৯ বলে ৪০ রান। খুব বড় ইনিংস না হলেও পরিস্থিতি বিবেচনায় তার ব্যাটিং চোখে পড়েছে সবার। বড় শট খেলতে পারেন। নেমেই পেটাতে পারেন। ম্যাচে প্রভাব রাখার এই গুণে আইপিএল দলগুলোর নজর ছিল তার উপর। শাহরুখও জানালেন, রাজ্য দলের হয়ে এসব নৈপুণ্যই বড় সুযোগ করে দিয়েছে তাকে, ‘ঘরোয়া এসব পারফরম্যান্সকেই কৃতিত্ব দেব। ডিকে (দীনেশ কার্তিক) ভাইর অধীনে খেলা দারুণ অভিজ্ঞতা। আমি পুরো আত্মবিশ্বাস নিয়ে খেলেছি।’
পাঞ্জাব দলে শাহরুখ পাবেন বেশ কয়েকজন বড় তারকাকে। ভারতীয় ক্রিকেটের বড় নাম লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়ালরা আছেন। কোচ হিসেবে তিনি পাবেন অনিল কুম্বলেকে। বিশ্ব ক্রিকেট তথা টি-টোয়েন্টির রাজা ক্রিস গেইলও আছেন। শাহরুখের নজর গেইলের দিকেই, ‘লোকেশ রাহুলের সঙ্গে পরিচয় আছে, দেখাও হয়েছে কয়েকবার। আমি ক্রিস গেইলের সঙ্গে পরিচিত হতে মুখিয়ে আছি। সে খুব জোরে বল মারে। বিপদজনক ব্যাটসম্যান। ক্রিস গেইল, রাহুলদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়ে ভীষণ রোমাঞ্চিত।
‘অনিল কুম্বলে স্যারের সঙ্গেও দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষায়। অনেক কিছু জিজ্ঞেস করার আছে উনাকে। পাঞ্জাবকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য।’
পাঞ্জবের সত্ত্বাধিকারী হিসেবে শাহরুখকে নিলামে জিতে দারুণ ভঙ্গিতে তা উদযাপন করেছিলেন বলিউড তারকা প্রীতি। প্রীতির সঙ্গে আলাপ করতেও যেন তর সইছে না শাহরুখের, ‘প্রীতি জিনতা ম্যামের সঙ্গেও দেখা করতে মুখিয়ে আছি।'
Comments