মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকামুখী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেন— শরিয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
শ্রীনগর দমকল বাহিনীর স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘ঢাকা থেকে দুইটি মোটরসাইকেলে চারজন শরিয়তপুর যাচ্ছিলেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খায় একটি মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই মোটরসাইকেল আরোহী।’
‘বাসটিকে আটক করা হয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘হাসাড়া হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন।’
মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলে জানানিয়েছেন তিনি।
অপর মোটরসাইকেলে থাকা নিহতের চাচা নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, ‘যাত্রীবাহী বাসটি একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে আমাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এরপর মোটরসাইকেল থামিয়ে দিলেও বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় সুজন ও ফরমান।’
‘সুজন মাস্টার্স শেষ করে অনলাইনে ব্যবসা করছিল আর ফরমান তাকে সহযোগিতা করছিল। তারা মামাতো-ফুপাতো ভাই,’ যোগ করেন তিনি।
Comments