হিলি সীমান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল বাংলাদেশ-ভারত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের নাগরিকরা যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।
রোববার দুপুরে হিলি স্থলবন্দরের শুন্যরেখায় একটি আঁকা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের নাগরিকরা যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।

আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দরের শুন্যরেখায় একটি আঁকা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এতে যোগ দেন দুই বাংলার মানুষ।

হিলি সীমান্তের শুন্যরেখার বটগাছে দুই বাংলার জয়েন্ট মুভমেন্ট করিডো ও হাকিমপুর পৌরসভার যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

এসময় বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভারতের বালুঘাট পৌর সভার মেয়র বাবু হরিপদ, জয়েন্ট মুভমেন্ট করিডো আহবায়ক নব কুমার দাস, হিলি এক্সপোর্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হরিন্দ্র নাথ বাবাইসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা বলেন, কাটাতার কিংবা বেড়া দু’দেশকে ভাগ করে রেখেছে ঠিকই, কিন্তু ভাষাকে ভাগ করতে পারেনি। দুই বাংলার ভাষার টানে একত্রিত হয়েছি। এই ভাষার জন্য যে ভালোবাসা তা সব সময় থাকবে।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

24m ago