মানিকনগরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত দুই শতাধিক ঘর

রাজধানী ঢাকার মানিকনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুই শতাধিক ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম আজ রোববার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানান।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ২২৮টি ঘর পুড়ে গেছে। প্রত্যেকটি ঘরে চার থেকে পাঁচটি করে রুম ছিল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন নির্বাপণ করা হয়েছে।’
এর আগে, আজ বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কুমিল্লা পট্টি এলাকার একটি টিনের শেডের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এদিকে স্থানীয়রা বলছে, একটি মাটির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মানিকনগরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
Comments