ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল আজ, পরিবহন শ্রমিকদের কর্মসূচি স্থগিত

Barisal University
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করার ঘোষণা দিয়েছেন।

তারা জানান, আজ সোমবার দুপুর ২টায় বিক্ষোভ মিছিল, বিকেল ৪টায় ক্যাম্পাসে পোস্টার প্রদর্শনী ও সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল করা হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মাহামুদুল ইসলাম তমাল জানান, সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষ করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন তারা।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ জানিয়েছে, তারা চরমোনাই পীরের মাহফিল উপলক্ষে আগামী তিন দিন সড়ক অবরোধের মতো কর্মসূচি দেবেন না।

রুপাতলী আবাসিক এলাকায় নিরাপত্তার অভাবে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আশ্রয় নিয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।

এদিকে, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপন জানান, চরমোনাই পীরের মাহফিল উপলক্ষে আগামী বুধবার পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। মাহফিলের পরে নতুন কর্মসূচি দেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় যাতে সুন্দরভাবে চলতে পারে, সেজন্য সবার এগিয়ে আসতে হবে।’

তিনি উচ্চপর্যায়ের সবার সঙ্গে যোগাযোগ করে এই সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিআরটিসি পরিবহনের এক শ্রমিক ছুরিকাঘাত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ওই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে। পরের দিন পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের মেসে হামলা চালায়। এ ঘটনার পর কয়েক দফায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ ১৮ ফেব্রুয়ারি আরও দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে। এর পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকরাও সড়ক অবরোধ শুরু করেন।

এ ঘটনায় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পাল্টা-পাল্টি কর্মসূচি চলছে। তবে, একুশে ফেব্রুয়ারির আগের দিন বিকালে উভয়পক্ষই সড়ক অবরোধ তুলে নেয়।

আরও পড়ুন:

আবার রাস্তা অবরোধ করেছে ববি শিক্ষার্থীরা

‘পরিবহনশ্রমিকদের’ হামলায় ২৫ ববি শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ-বাসে আগুন

ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

Comments

The Daily Star  | English

Industrial output soars, but where are the jobs?

Over the past decade, more and more industries have sprung up across the country, steadily increasing production. But while output rose, factories did not open their doors to more workers.

11h ago