শীর্ষ খবর

আবুধাবি-ঢাকা ফ্লাইটে সাড়ে ১৭ কেজির ১৫০ সোনার বার

হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০টি সোনার বার জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমসের সদস্যরা। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার রুখসানা খাতুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
biman bangladesh
ছবি: সংগৃহীত
হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০টি সোনার বার জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমসের সদস্যরা। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার রুখসানা খাতুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১২৮) চট্টগ্রামে অবতরণ করে। চট্টগ্রাম থেকে সাড়ে ১১টায় ফ্লাইটটির ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে একটি সিটের পেছন থেকে ১৫০টি সোনার বার জব্দ করা হয়েছে। এগুলো কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। ২৬এ সিটের নিচে ৯০টি এবং ১৮এ সিটের নিচে ৬০টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সাড়ে ১৭ কেজি সোনার বারগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আমরা আইন অনুযায়ী মামলা দায়ের করবো। চট্টগ্রাম কাস্টমস হাউসের আরেক কর্মকর্তা বলেন, বিমানের কিছু অসাধু ব্যক্তি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন।

Comments

The Daily Star  | English

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

1h ago