শীর্ষ খবর

ইবিতে সব ধরনের পরীক্ষা স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। স্টার ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

আগামীকাল মঙ্গলবার অনুষদের ডিনদের সঙ্গে আনুষ্ঠানিক সভায় এটি পাস করার পর এ সংক্রান্ত অফিসিয়াল চিঠি ইস্যু হবে বলে জানান তিনি।

রেজিস্ট্রার আরও জানান, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে ইবির বিভিন্ন বিভাগের অনার্স-মাস্টার্সের পরীক্ষা চলছিল বলে সূত্র জানায়।

ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, বিশেষ অবস্থা বিবেচনা করে আমার পরীক্ষা গ্রহণ করছিলাম। যেহেতু, সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে, তাই আমরা সেটিই বাস্তবায়ন করব।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু থাকবে এবং অফিসিয়াল কার্যক্রম চলবে।

Comments

The Daily Star  | English
Jatiya Party Logo

JP may walk if MPs not given cakewalk

Party chatter hints at withdrawal from polls if seat-sharing deal can’t be reached with AL

14h ago