দ্বিতীয় চালানে দেশে এলো ২০ লাখ ডোজ ভ্যাকসিন
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ দেশে এসেছে।
আজ মঙ্গলবার ভোররাত ১২টা ২৩ মিনিটে ভ্যাকসিনের এই চালান নিয়ে একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের অ্যাভিয়েশন নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৫ জানুয়ারি ভারত থেকে প্রথম চালানের ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসে।
Comments