ভ্যাকসিনে শিক্ষকরা অগ্রাধিকার পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
Health minister
সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ২৩ ফেব্রুয়ারি ২০২১। ছবি: ভিডিও থেকে নেওয়া

শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি নির্দেশনা আছে যে শিক্ষকদের ভ্যাকসিনেট করা। শিক্ষকরা তো বেশিরভাগই ৪০ বছরের ঊর্ধ্বে আছেন, কাজেই তারা ভ্যাকসিন এমনিতেই পেয়ে যাবেন। আমরা শিক্ষকদের অগ্রাধিকারের সঙ্গে ভ্যাকসিন দিয়ে দেব।’

‘শিক্ষকদের বয়স ৪০ বছরের নিচে হলেও তাদেরকে আমরা বিবেচনায় নেব। আমরা শিক্ষকদের আহ্বান করব তারা যেন টিকা নিয়ে নেন।’

‘শিক্ষার্থীদের বিষয়ে যেভাবে সরকারি সিদ্ধান্ত আছে সেভাবে কাজ করব। শিক্ষার্থীদের যারা ১৮ বছরের নিচে তাদেরকে আমরা ভ্যাকসিন দিতে পারব না। বয়স ১৮ বছরের ওপরে যারা আছে— এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত যা আসবে তা আমরা অনুসরণ করব।’

তিনি আরও বলেন, ‘(প্রধানমন্ত্রী) আমাদের পাইলটদেরকে আগে আগে ভ্যাকসিন দিয়ে দিতে বলেছেন। ক্রু যারা আছেন, যারা বন্দরে কাজ করেন— সমুদ্রবন্দর, স্থলবন্দর— তাদেরকেও ভ্যাকসিন আগে দিয়ে দিতে বলেছেন। তারা তো ফ্রন্টলাইন ওয়ার্কার। তারা এমনিতেও আগে পাবেন। তাদের বয়সের কারণেও তারা আগে পাবেন। এ বিষয়গুলো আমলে নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।’

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে যেতে হলে ডাবল ডেজ ভ্যাকসিন নেওয়ার পরও করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। যে দেশে যাবে সে দেশ তো দেখতে চাইবে যে সে ডাবল ডোজ নিয়েছে কিনা বা কতদিন আগে নিয়েছে। কাজেই এটা (করোনা নেগেটিভ সনদ) অবশ্যই লাগবে। তাকে বিদেশে ডাবল ডোজের সার্টিফিটেক নিয়ে যেতে হবে। ডাবল ডোজ নেওয়ার পরও করোনা নেগেটিভ সনদ লাগবে। দুটোই লাগবে।’

আরও পড়ুন:

৭ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের চিন্তাভাবনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

3h ago