ইসাকে চোখ বার্সেলোনার

লুইস সুয়ারেজকে বিদায় দিয়েছে। কিন্তু বিকল্প হিসেবে এখনও কোনো মানসম্পন্ন কোনো ফরোয়ার্ড দলে টানতে পারেনি বার্সেলোনা। মাঝে মেমফিস দিপাইকে পাওয়ার চেষ্টা চালিয়ে ছিল দলটি। কিন্তু সে পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। কিন্তু আক্রমণভাগে ভালো মানের স্ট্রাইকার চাই দলটির। আর ঘাটতি পূরণে রিয়াল সোসিয়েদারের সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে পেতে চেষ্টা করছে দলটি।
ছবি: টুইটার

লুইস সুয়ারেজকে বিদায় দিয়েছে। কিন্তু বিকল্প হিসেবে এখনও কোনো মানসম্পন্ন কোনো ফরোয়ার্ড দলে টানতে পারেনি বার্সেলোনা। মাঝে মেমফিস দিপাইকে পাওয়ার চেষ্টা চালিয়ে ছিল দলটি। কিন্তু সে পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। কিন্তু আক্রমণভাগে ভালো মানের স্ট্রাইকার চাই দলটির। আর ঘাটতি পূরণে রিয়াল সোসিয়েদারের সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে পেতে চেষ্টা করছে দলটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনের সংবাদ অনুযায়ী, ইসাককে পেতে চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। আলোচনাও এগিয়েছে। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন এ তরুণ। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের সঙ্গে পিচিচি জয়ের তালিকায় আছেন তিনি। ২০ ম্যাচে এখন পর্যন্ত গোল করেছেন ১২টি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছেন জোড়া গোল। পাশাপাশি ২টি গোলের যোগানদাতাও ২১ বছর বয়সী এ তরুণ।

২০১৯ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সোসিয়েদাদে যোগ দিয়েছিলেন ইসাক। স্তাদিও অ্যানোয়েতায় তার রিলিজ ক্লজ ৭০ মিলিয়ন ইউরো। তবে বার্সেলোনার বড় বাধা ইসাকের সাবেক ক্লাবই। কারণ হালান্ড দল ছাড়লে শূন্যস্থান পূরণে ইসাককেই ভেবে রেখেছে দলটি। তাদের বাড়তি সুবিধাও রয়েছে। ইসাককে বিক্রির সময়ে চুক্তিতে তাকে ফের কিনে নেওয়ার জন্য ৩০ মিলিয়ন ইউরোর একটি ক্লজ উল্লেখ করে রেখেছিল তারা।

অবশ্য বার্সেলোনার কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের মতো খেলোয়াড়দের কিনে নেওয়ার গুঞ্জন রয়েছে। কিন্তু বাস্তবতা বলে অন্য কথা। তাদের পেতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে দলটিকে। এমনকি তা হতে পারে ইতিহাসের সর্বোচ্চও। আর সাম্প্রতিক সময়ের আর্থিক সংকটের কারণে তা অনেকটাই অসম্ভব। 

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago