মুন্সিগঞ্জে ৪ কোটি টাকার কারেন্ট জাল পোড়াল প্রশাসন
মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় এই অভিযান চালায় কোস্টগার্ড।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য অফিস এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তন্ময় ফিসিং নেট ইন্ডাস্ট্রি, সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি এবং রানা মুন্সী নামের কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে কারেন্ট জাল প্রস্তুত করা হচ্ছে। এসময় প্রায় দুই কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।’
তন্ময় ফিসিং নেট সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং সাওবান ফাইবার পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন বলে জানিয়েছে কোস্টগার্ড। তবে, অপর কারখানার মালিককে এখনও শনাক্ত করা যায়নি।
মৎস্য অফিসের হিসাব অনুযায়ী, জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক চার কোটি টাকা।
অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার কর্মীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান টিপু সুলতান।
অভিযানে জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদারের উপস্থিতেতে নয়াগাওঁ এলাকার ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলীম, নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. আশমাদুল প্রমুখ।
Comments