মেসির বিপক্ষে রামোসের খেলা উপভোগ করতেন এ আর্জেন্টাইন
লিওনেল মেসির দেশের খেলোয়াড় তিনি। স্বাভাবিকভাবেই মেসির প্রতি বাড়তি আবেগ রয়েছে ক্রিস্তিয়ান রোমেরোর। পছন্দের ক্লাবও বার্সেলোনা। কিন্তু তারপরও এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের সের্জিও রামোসের খেলা উপভোগ করতেন ২২ বছর বয়সী এ তরুণ।
মূলত একজন একজন সেন্টার ডিফেন্ডার রোমেরো। গত তাই বিশ্বের প্রথম সারির সেন্টার ডিফেন্ডারদের অনুসরণ করেন তিনি। রামোসও তার ব্যতিক্রম ছিলেন না। এল ক্লাসিকোতে তাই মেসির বিপক্ষে তার খেলায় আলাদা নজর ছিল তার।
আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আগামীকাল বুধবার সেই রামোসের দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে রোমেরোর আতালান্তা। অবশ্য এ ম্যাচে খেলছেন না রামোস। ইনজুরির কারণে প্রায় দুই মাসের জন্য ছিটকে গেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। এমন ম্যাচে নামার আগে রামোস প্রসঙ্গে স্মৃতিচারণ করলেন এ আর্জেন্টাইন তরুণ।
উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমেরো বলেন, 'যখন আমি ছোট ছিলাম তখন রামোসকে অনুসরণ করতাম। তাকে রিয়াল মাদ্রিদে দেখা ছিল দারুণ ব্যাপার। বিশেষ করে যখন সে বার্সেলোনার বিপক্ষে খেলতো। কারণ মাঠে তখন মেসি খেলতো। সের্জিও (রামোস) অবশ্যই আমার একজন আদর্শ। তার অনুপস্থিতিটা গুরুত্বপূর্ণ।'
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে চমক উপহার দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিল আতালান্তা। চলতি মৌসুমেও এমন কিছুই লক্ষ্য দলটির। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছে দলটি। তাই রিয়ালের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোমেরো।
'রিয়াল নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম সেরা একটি দল। এ মুহূর্তে অবশ্য তারা ভালো ছন্দে নেই তারপরও আমরা তাদের বিপক্ষে সেরাটা দিয়েই চেষ্টা করব। এমন একটা ঐতিহ্যবাহী এবং শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে হলে আমাদের ভালো পারফর্ম করতে হবে। আমরা বিশ্বাস করি আমরা জিতব। আমাদের নিজেদের উপর সে বিশ্বাস রয়েছে।'
Comments