আল জাজিরার প্রতিবেদন: রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের আদেশ আদালতের
আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদনের প্রেক্ষিতে সুইডিশ-বাংলাদেশি সাংবাদিক এবং নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিলসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করতে বাদীকে আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ মঙ্গলবার মহানগর হাকিম মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন বলে আদালত বেঞ্চ সহকারী আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি জানান, মামলার বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেককে সরকার এ মামলা করার অনুমতি দেননি বলে আদালত তাকে মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন।
তাসনিম খলিল ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে আল জাজিরার ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ, হাঙ্গেরিভিত্তিক উদ্যোক্তা সায়ের জুলকার নাইন এবং ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে।
অ্যাডভোকেট মশিউর মালেক গত ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলা করেন। সেদিন মামলার শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ দিতে আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।
মামলার এজাহারে বলা হয়, ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের সামিল।
Comments