পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবি

নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
Nilkhet.jpg
নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাবি অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টায় শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত-নিউমার্কেট মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন। এসময় উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলরত ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে আমরা সেশনজটে পড়েছি। এরমধ্যে করোনা মহামারি আমাদের একবছর পিছিয়ে দিয়েছে। সম্প্রতি পরীক্ষা শুরু হয়েছে এবং কোনো কোনো কলেজে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে, এরমধ্যেই আবার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। আমরা এমন অবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত মানি না।’

তিনি বলেন, ‘হল-ক্যাম্পাস বন্ধ। পরীক্ষার কারণে আমরা মহামারির মধ্যে বাড়ি থেকে এসে মেসে উঠেছি। এমনিতেই অনেক সমস্যায় আছি। কিছুদিন পরপর এ ধরনের সিদ্ধান্ত নিলে আমরা অর্থনৈতিকভাবে আরও সমস্যায় পড়ব। কর্তৃপক্ষকে আমাদের বিষয়ে ভাবতে হবে।’

আজকের অবরোধ শেষ হলে একই দাবিতে আগামীকাল সকাল ৯টায় আবার নীলক্ষেত মোড় অবরোধ করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকে অধিভুক্ত সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

2h ago