চলে গেলেন খোন্দকার ইব্রাহিম খালেদ

খোন্দকার ইব্রাহিম খালেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন।



বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে তিনি মারা গেছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।



করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএসএমএমইউ আইসিইউ প্রধান অধ্যাপক এ কে এম আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ ফেব্রুয়ারি আমাদের হাসপাতালে ভর্তি হন। তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তাকে ডিসচার্য করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। হঠাৎ করেই গত শুক্রবারে তিনি আবার স্ট্রোক করেন। এরপরই আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।’

তিনি আরও বলেন, ‘তিনি মূলত কোভিড রিলেটেড সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। হাইপারটেনশনসহ আরও কিছু সমস্যা ছিল তার। পাশাপাশি পড়ে গিয়ে মাথায়ও আঘাত পেয়েছিলেন।’

খোন্দকার ইব্রাহিম খালেদের ছোট ভাই মুহাম্মদ খালেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তার মরদেহ ধানমন্ডির বাসা থেকে নেওয়া হবে কচিকাঁচার আসরে। সেখানে ঘণ্টাখানেক রাখা হবে। এরপর বায়তুল মোকাররম মসজিদে জানাজার নামাজ শেষে তাকে নেওয়া হবে গোপালগঞ্জ নিজ বাড়িতে। সেখানে বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবাণীতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

 
আরও পড়ুন

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

9m ago