লিবিয়া থেকে ফিরলেন ১৪৮ বাংলাদেশি, সঙ্গে ৭ মরদেহ

বিশেষ উড়োজাহাজে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৮ বাংলাদেশি। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মারা যাওয়া সাত প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে।
Shahjalal Airport
ছবি: স্টার ফাইল ফটো

বিশেষ উড়োজাহাজে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৮ বাংলাদেশি। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মারা যাওয়া সাত প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে।

বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি প্রধান শরিফুল হাসান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এরপর প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় তাদের খাবারসহ জরুরি সহায়তা দেয় ব্র্যাকের টিম।

তিনি বলেছেন, ‘বাংলাদেশিরা সকালে নামলেও বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকতা দুপুর ১টা পর্যন্ত শেষ হয়নি। এই বাংলাদেশিরা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া গিয়েছিলেন বলে আমরা জেনেছি।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়া থেকে আসা ব্যক্তিদের তাদের বাড়ি যাওয়ার জন্য অর্থ সহায়তা করেছে বলেও জানিয়েছেন তিনি।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল ইসলাম দুপুরে ডেইলি স্টারকে জানান, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময় দুবাই, তুরস্ক ও মিশর হয়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। কথা বলার পর তারা জানিয়েছেন যে তারা ইউরোপে যাওয়া জন্যে লিবিয়া গিয়েছিলেন। ফেরত আসাদের মধ্যে মাত্র ১০ জনের হাতে ডিপোর্টি কার্ড ছিল। বাকিদের হাতে পাসপোর্ট ছিল।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, লিবিয়া থেকে বাংলাদেশিদের নিয়ে ফ্লাইটটি লিবিয়ার বেনিনা বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করেছিল।

Comments

The Daily Star  | English

Malaysian PM Anwar Ibrahim arrives in Dhaka

This is the first visit by a head of a foreign government since the Yunus-led interim govt took charge

50m ago