বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রুপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সমর বিকাশ চাকমা (৩৮) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাশ চাকমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারে বসে ছিলেন। সে সময় দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে এসে গুলি করে পালিয়ে যায়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
Comments