নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে তামিম ইকবাল-মাহমুদউল্লাহরা পা রেখেছেন ক্রাইস্টচার্চে।
bangladesh team
দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা। ছবি: বিসিবি

দীর্ঘ ভ্রমণ শেষে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে তামিম ইকবাল-মাহমুদউল্লাহরা পা রেখেছেন ক্রাইস্টচার্চে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের পৌঁছানোর খবর জানিয়েছে টুইটারে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগের দিন বিকালে বিমানে চেপেছিল বাংলাদেশ দল। লম্বা বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর করোনাকালে এটাই টাইগারদের প্রথম বিদেশ সফর।

পৌঁছানোর পর টানা ১৪ দিন কোয়ারেন্টিনের কড়া বিধিনিষেধ মানতে হবে বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তাসহ সবাইকে। ক্রাইস্টচার্চের অদূরে লিংকন ইউনিভার্সিটি হাই-পারফরম্যান্স সেন্টার থাকবেন তারা। কোয়ারেন্টিন পর্ব শেষ করে কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন ক্রিকেটাররা।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগামী ২০ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে। ওয়েলিংটনে শেষ ওয়ানডে হবে ২৬ মার্চ। এরপর হ্যামিল্টনে ২৮ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৩০ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি হবে নেপিয়ারে। অকল্যান্ডে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল।

কোনো সংস্করণের ক্রিকেটেই নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জয় নেই বাংলাদেশের। কিউইদের সঙ্গে ১৩ ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রতিবারই কপালে জুটেছে হার। তবে দেশ ছাড়ার আগে ওয়ানডে অধিনায়ক তামিম শোনান হতাশার বৃত্ত ভাঙার আশার বাণী।

বাঁহাতি তারকা বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউজিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার যেন সেটা বদল করতে পারি। আমরা আশাবাদী।’

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

Comments

The Daily Star  | English

Central bank not blocking any business accounts: Governor 

BB is not blocking or interfering with the accounts of any businesses, regardless of their political affiliations, said BB Governor Ahsan H Mansur

2h ago