মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া
আদালতের আদেশ ও মানবাধিকার সংস্থাগুলোর অনুরোধ উপেক্ষা করে মিয়ানমারের এক হাজার ৮৬ নাগরিককে সেদেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
আজ বুধবার বিবিসি জানায়, ফেরত পাঠানোদের দলে জাতিগতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু সদস্য অন্তর্ভুক্ত আছেন, যারা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
তারা বলছে, অভ্যুত্থানের মাধ্যমে সেনাশাসনে থাকা দেশটিতে ফেরত পাঠানো হলে তারা আরও বেশি ঝুঁকিতে পড়তে পারেন।
তবে মালয়েশিয়া জানিয়েছে, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা কেউ আশ্রয়প্রার্থী নন। তারা প্রত্যেকে অভিবাসন সংক্রান্ত অপরাধ করেছেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ বলেন, ‘তাদের কাউকে জোর করে ফেরত পাঠানো হচ্ছে না। তারা স্বেচ্ছায় যেতে রাজি হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এই দলে কোনো রোহিঙ্গা বা আশ্রয়প্রার্থী নেই।’
এসময় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) নিবন্ধিত ব্যক্তিদের কোথাও ফেরত পাঠানো হবে না বলে মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে আগেই দেওয়া এক বিবৃতির কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
Comments