হালান্ড না এমবাপে? কাকে চাই? ক্রুসের উত্তর বেনজেমা

সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে হালের দুই তরুণ তারকা কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের নাম বেশ ভালোভাবেই আলোচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে এ দুই তারকা খেলোয়াড়ের কমপক্ষে একজন খেলোয়াড়কে আগামী মৌসুমেই দেখা যাবে রিয়ালের তাঁবুতে। আর এ তরুণরাও রিয়ালে যোগ দিতে আগ্রহী। কিন্তু এখনও কোনো কিছুই নিশ্চিত নয়। তবে শেষ পর্যন্ত যদি একজন খেলোয়াড়কে বেছে নিতে হয় তবে কাকে নিবে দলটি? এ নিয়েও আলোচনার শেষ নেই।
আজ রাতেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। নকআউট পর্বের এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও উঠে এলো এমবাপে-হালান্ড প্রসঙ্গ। রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে প্রশ্ন করা হয় তিনি কাকে চান। তার জবাবে বেশ চৌকশ উত্তর দিয়েছেন এ জার্মান তারকা, 'বেনজেমা।'
তবে এ দুই তরুণ তারকার সামর্থ্যের উপর কোনো সন্দেহ নেই ক্রুসের। কিন্তু সেরা খেলোয়াড় নিজেদের দলেই আছে মনে করেন তিনি। এছাড়া আজকের ম্যাচে তার বেনজেমাকেই বেশি প্রয়োজন। চোটের কারণে এ ফরাসি স্ট্রাইকারকে পাচ্ছে না দলটি। ক্রুসের ভাষায়, 'তারা দুই জনই দারুণ খেলোয়াড় এবং যে কোনো দলকে সাহায্য করতে পারে। সমস্যা হচ্ছে আগামীকাল (আজ) তারা কেউ আমাদের সাহায্য করতে পারবে না। কারণ আমি আমাদের ম্যাচের দিকেই মনোযোগ রাখছি।'
আর এ প্রশ্নটি তাকে করা ঠিক না বলেও জানান ক্রুস। কাকে করতে হবে সেটাও জানিয়ে দেন এ মিডফিল্ডার, 'এ নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রশ্ন ফ্লোরেন্তিনোর (পেরেজ) জন্য।'
আতালান্তার বিপক্ষে বেনজেমা ছারাও আরও বেশ কিছু তারকা খেলোয়াড়কে পাচ্ছে না রিয়াল। তবে তাদের ছাড়াও জয় পেতে আত্মবিশ্বাসী ক্রুস, 'এটা আমাদের কাছে ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগ এখন শুরু হলো। আমরা জানি এটা কঠিন ম্যাচ। এবং শুধু ইনজুরির কারণে নয়। তারা খুব ভালো প্রতিপক্ষ এবং ভালো খেলছে। বল দিয়েই আমাদের ম্যাচ নিয়ন্ত্রণ করতে হবে। এবং এটা করার সামর্থ্য আমাদের রয়েছে।'
Comments