ভিকারুননিসা নূন স্কুলকে সতর্ক করল প্রতিযোগিতা কমিশন

একটি প্রতিষ্ঠানকে একচ্ছত্রভাবে শিক্ষার্থীদের স্কুলের পোশাক সরবরাহের সুযোগ দেওয়ায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে সতর্ক করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
প্রতিযোগিতা আইন ২০১২ উপেক্ষা করে স্কুলের শিক্ষার্থীদের পোশাক সরবরাহের কাজ দেওয়ার কারনে কমিশন ভিকারুননিসা কর্তৃপক্ষকে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিল করারও নির্দেশ দিয়েছে।
এছাড়া, কমিশন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিনটি ক্যাম্পাসের প্রত্যেকটির শিক্ষার্থীদের পোশাক সরবরাহের জন্য কমপক্ষে তিনটি করে টেইলার্স বাছাই করতে বলেছে।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত একচেটিয়া স্কুলের পোশাক সরবরাহের জন্য প্রতিযোগিতা কমিশন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে ৭৯ হাজার ৮৯৭ টাকা জরিমানা করেছে এবং কমিশনের ব্যাংক অ্যাকাউন্টে ৩১ মার্চের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার আদেশ দিয়েছে।
Comments