শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও পরীক্ষার দাবিতে চাঁদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও স্থগিত পরীক্ষা চালুর দাবিতে চাঁদপুরে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজের সামনে চাঁদপুর কুমিল্লা সড়কে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ সময় ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর শাখার সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আক্তারুজ্জামান দিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া, চাঁদপুর সরকারি কলেজ শিক্ষার্থী ইশরাত বিনতে শরীফ, পুরান বাজার ডিগ্রি কলেজ শিক্ষার্থী আকরাম হোসেন, সরকারি তিতুমির কলেজ শিক্ষার্থী হাসিবুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, ছাত্র সমাজের যৌক্তিক দাবিগুলো শিক্ষামন্ত্রী দ্রুত মেনে না নিলে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
Comments