জুয়া খেলার সরঞ্জামসহ চট্টগ্রামে গ্রেপ্তার ১৬
চট্টগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে নগরীর সিআরবি এলাকার ফ্রান্সিস রোড সংলগ্ন পাহাড়ের নিচে একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার উপপুলিশ পরিদর্শক মোমিনুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে তারা বেড়ার ঘর বানিয়ে রাতে জুয়া খেলতে বসতো। তারা বিভিন্ন পেশার হলেও নগদ টাকা দিয়ে জুয়া খেলত। অনেক সময় সেখানেই হাতাহাতির ঘটনাও ঘটাত।
তিনি বলেন, ‘গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জুয়ার মামলায় আদালতে চালান দেওয়া হয়েছে।’
Comments