বগুড়ায় বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪

Bogura_Accident_26Feb21.jpg
আজ শুক্রবার ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাঝিরা চেকপোস্ট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন— অটোরিকশার চালক মো. শাহ জামাল (৩৪) ও এক যাত্রী কালীদাস (৭২)। শাহ জামালের বাড়ি উপজেলার আনারপুর গ্রামে। কালীদাস একই গ্রামের বাসিন্দা।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনস্পেক্টর বানিউল আনাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ। সকালে সিএনজি স্টেশনে গ্যাস নিতে যাওয়ার সময় চালকরা যাত্রী পরিবহন করেন। আজ ভোরে চেকপোস্টের কাছে স্পিডব্রেকার দেখে একটি অটোরিকশা ব্রেক করে, সে সময় পেছন থেকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। মরদেহগুলো শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।’

Comments

The Daily Star  | English

Live Updates: Israel-Iran conflict

Iran’s supreme leader Ayatollah Ali Khamenei yesterday said the nation would never surrender as demanded by President Donald Trump and warned the United States it would face “irreparable damage” if it intervenes in support of its ally.

8h ago