লেখক মুশতাকের মৃত্যুর পর মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাকের মৃ্ত্যুর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলো।
গতকাল বৃহস্পতিবার কাশিমপুর কারাগারে মৃ্ত্যবরণ করেন লেখক মুশতাক। আজ শুক্রবার ভোররাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ করে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় সংগঠনগুলো।
মিছিল শেষে আজ থেকে ছাত্র-জনতার ব্যানারে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।
সমাবেশে ছাত্রফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সভাপতি মাসুদ রানা বলেন, ‘লেখক হত্যাকারী সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এখান থেকে সরকারের পদত্যাগ দাবি করছি।’
বক্তারা বলেন, অবিলম্বে লেখক মুশতাক হত্যার বিচার করতে হবে, না হয় এ সরকারকে গদি ছাড়তে হবে।
তারা আরও বলেন, সরকারের পুলিশ আছে, গোয়েন্দা সংস্থা আছে। আর এ দেশের ১৬ কোটি মানুষ এবং ছাত্র-জনতা আছে। তারা অন্যায়ের মোকাবিলা করবে।
ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে ভোররাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি স্লোগান দিতে দিতে শাহবাগ যায়। শাহবাগ মোড় অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় ঘুরে আবার শাহবাগ হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
বিক্ষোভ-মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আল কাদেরী জয়, বিপ্লবীর ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্রফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সভাপতি মাসুদ রানা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈন উদ্দীন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সৈকত আরিফ, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ।
Comments