তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যা প্রয়োজন করব: স্বরাষ্ট্রমন্ত্রী
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যা প্রয়োজন তা করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ শুক্রবার তিনি চট্টগ্রামে নবনির্মিত পুলিশ সুপারের ভবন উদ্বোধনের পর সংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব মৃত্যুর অ্যাগেনস্টে তদন্ত হয়। অস্বাভাবিক মৃত্যু বলুন বা স্বাভাবিক মৃত্যুই বলুন— নানা প্রশ্ন আসে। সে জন্যেই যেকোনো মৃত্যুর ঘটনায়, তা কারাগারেই হোক কিংবা দুর্ঘটনা হোক, আমরা ময়নাতদন্ত করে থাকি।’
‘ময়নাতদন্তের পর আমরা সঠিকভাবে বলতে পারব কেন এই মৃত্যু হয়েছে। আমাদের তদন্ত কমিটি যেটা বলবে সেই অনুযায়ী যা প্রয়োজন আমরা করব,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘মুশতাক আহমেদ আগেও দুই-একবার তার লেখনীতে আইনশৃঙ্খলা ভঙ্গ কিংবা অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন। সে জন্যে অনেকেই মামলা করেছিলেন। সম্প্রতি ২০২০ সালে যে মামলাটি হয়েছিল সেই মামলায় তিনি কাশিমপুর জেলখানায় অন্তরীণ ছিলেন।’
‘আমরা আইজি প্রিজন থেকে সংবাদ পেয়েছি, তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করলে আমাদের কারাগারের হাসপাতালে সেবা পান। তারপর তার অবস্থা খারাপ হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।’
Comments