তানভিরের স্পিনে আইরিশদের বিপর্যয়ের পর তানজিদের আগ্রাসন

bangladesh emerging
ছবি: বিসিবি

বাঁহাতি স্পিনার তানভির ইসলামের ক্যারিয়ারসেরা নৈপুণ্যে কোনোমতে দেড়শো পেরিয়ে গুটিয়ে গেল আয়ারল্যান্ড উলভস। ব্যাটিংয়ে নেমে আগ্রাসী ঢঙয়ে খেলে বাংলাদেশ ইমার্জিং দলকে ওপেনার তানজিদ হাসান তামিম দিলেন ভালো শুরু। তাতে দুদলের চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে চালকের আসনে স্বাগতিকরা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশরা প্রথম ইনিংসে অলআউট হয় ১৫১ রানে। জবাবে বাংলাদেশ ইমার্জিংয়ের সংগ্রহ ১ উইকেটে ৮১ রান। হাতে ৯ উইকেট নিয়ে তারা পিছিয়ে আছে ৭০ রানে।

উইকেটে আছেন অধিনায়ক সাইফ হাসান ৭২ বলে ২২ ও মাহমুদুল হাসান ২৭ বলে ১৮ রানে। তানজিদ বিদায় নেন ৪১ রান করে। ৩৯ বলের আক্রমণাত্মক ইনিংসে তিনি মারেন ৮টি চার। আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টরের বলে এই বাঁহাতি ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে বাংলাদেশের ৫০ রানের ওপেনিং জুটি। দিনের শেষ ১০ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি সাইফ ও মাহমুদুল।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। তানভির ৫ উইকেট নেন ৫৫ রানে। প্রথম শ্রেণিতে তার আগের সেরা ছিল ৩৩ রানে ৪ উইকেট। অনিয়মিত স্পিনার সাইফ ২ উইকেট পান ১৫ রানে। সমানসংখ্যক উইকেট নিতে পেসার ইবাদত হোসেনের খরচা ৩২ রান। বাকি উইকেটটি শিকার করেন আরেক গতিময় বোলার সৈয়দ খালেদ আহমেদ।

আইরিশদের ইনিংসে প্রথম আঘাত করেন তানভির। শেষ উইকেটটি নিয়ে তাদের ইনিংস মুড়িয়েও দেন তিনি। দলটির মিডল অর্ডারও রক্ষা পায়নি তার ঘূর্ণি জাদু থেকে। তাদের মোট সাত ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছায়। কিন্তু ইনিংস লম্বা করতে ব্যর্থ হন সবাই। ৯২ বলে সর্বোচ্চ ৩৯ রান আসে কার্টিস ক্যাম্পারের ব্যাট থেকে।

দুদলেই আছেন আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। বাংলাদেশ ইমার্জিংয়ের সাইফ, খালেদ ও ইবাদত খেলেছেন টেস্টে। আইরিশদের একাদশে টেস্ট খেলেছেন এমন খেলোয়াড় দুজন- ওপেনার জেমস ম্যাককলাম ও পেসার মার্ক অ্যাডাইর। জাতীয় দলের জার্সি গায়ে তোলার অভিজ্ঞতা আছে আরও চার জনের।

সংক্ষিপ্ত স্কোর:

(প্রথম দিন শেষে)

আয়ারল্যান্ড উলভস: ৬৭ ওভারে ১৫১ (ম্যাককলাম ১৯, ললোর ১৩, ডোহেনি ১৪, টেক্টর ০, ক্যাম্পার ৩৯, টাকার ২০, অ্যাডাইর ৯, ডেলানি ৫, হিউম ১০, গার্থ ০, চেজ ১৪*; খালেদ ১/২০, ইবাদত ২/৩২, তানভির ৫/৫৫, রিশাদ ০/২০, সাইফ ২/১৫)

বাংলাদেশ ইমার্জিং: ২৩ ওভারে ৮১/১ (সাইফ ২২*, তানজিদ ৪১, মাহমুদুল ১৮*; অ্যাডাইর ০/৫, হিউম ০/৩৫, টেক্টর ১/২৪, চেজ ০/৯, গার্থ ০/৮)।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago