আজিমপুরে চিরনিদ্রায় শায়িত লেখক মুশতাক
রাজধানীর আজিমপুর কবরস্থানে লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে সেখানে দাফন করা হয়।
এর আগে, রাত সাড়ে ৮টার দিকে বাদ এশা রাজধানীর লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ কমপ্লেক্সে মুশতাকের জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় মুশতাকের আত্মীয়, পরিজন, বন্ধু ও অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। জানাজার পর মুশতাকের বাবা আব্দুর রাজ্জাক ছেলের বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চান।
তিনি বলেন, তার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, তবে যেনে তাকে ক্ষমা করে দেওয়া হয়।
এর আগে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মুশতাক আহমেদের (৫৩) ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পরে বিকালের দিকে মুশতাকের মরদেহ ঢাকায় লালমাটিয়ায় বাসায় নিয়ে আসা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
লালমাটিয়ায় মুশতাকের জানাজা, আজিমপুরে দাফন
মুশতাকের মৃত্যুর পর কিশোরের জীবন নিয়ে শঙ্কা
লেখক মুশতাক আহমেদের ময়না তদন্ত সম্পন্ন
মুশতাকের মৃত্যুতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ
Comments