খুলনায় বিএনপি’র সমাবেশ, বাস বন্ধে জনদুর্ভোগ চরমে

Khulna_Bus_27Feb21.jpg
খুলনায় মালিক সমিতির সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ছবি: স্টার
খুলনায় মালিক সমিতির সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ শনিবার সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আন্তঃজেলা রুটে চলা বাসের পাশাপাশি দূরপাল্লার কোচ, পণ্যবাহী ট্রাক, নগর সার্ভিস এবং সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে।
 
শহরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রূপসা স্ট্যান্ড রোড, রয়েলের মোড়, গল্লামারি এলাকায় সাধারণ মানুষদের যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা যায়।
Khulna_Bus1_27Feb21.jpg
শহরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রূপসা স্ট্যান্ড রোড, রয়েলের মোড়, গল্লামারি এলাকায় সাধারণ মানুষদের যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা যায়। ছবি: স্টার
 
পিরোজপুর থেকে আট বছর বয়সী নাতনিকে সঙ্গে নিয়ে খুলনায় এসেছেন আমেনা বেগম। তিনি যাবেন যশোরের চৌগাছা উপজেলায়। ভেঙে ভেঙে খুলনা শহরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত এলেও যশোরে যাওয়ার বাস পাননি তিনি। আমেনা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি জানতাম না খুলনায় বাস বন্ধ। আগে জানলে আসতাম না। বাস, মাহেন্দ্র (সিএনজিচালিত অটোরিকশা) কিছু চলছে না। এখন ট্রেনের খোঁজে স্টেশনে যাচ্ছি।’
 
পাইকগাছা উপজেলা থেকে রূপসা স্ট্যান্ডে এসেছেন মাছ ব্যবসায়ী সুঘন্য ধর। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজ ট্রাকও চলছে না। চিংড়ি নিয়ে বাগেরহাটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলাম, এখন ট্রলার না পেলে যেতে পারবো না।’
 
দৌলতপুর থেকে খুলনা শহরের নতুন রাস্তার মোড় এলাকায় হেরাজ মার্কেটে ওষুধ মার্কেটে আসেন তপন দাস। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ নগর সার্ভিসও চলছে না। ব্যাটারিচালিত ইজিবাইকে শহরে এসেছি।’
 
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনায় ২৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাস মালিক সমিতি। জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টা শহর থেকে কোনো বাস ছেড়ে যাবে না— প্রবেশও করবে না।
Khulna_Bus2_27Feb21.jpg
খুলনা থেকে আন্তঃজেলার ১৮টি রুটে আজ কোনো বাস ছেড়ে যায়নি। ছবি: স্টার
 
খুলনা থেকে আন্তঃজেলার ১৮টি রুটে আজ কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকাসহ অন্যান্য রুটে চলা কোচগুলোও শহরের ভেতরে প্রবেশ করেনি।
 
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ খুলনায় বিএনপি’র মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে।
 
আরও পড়ুন

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago