খুলনা
বিএনপি’র বিভাগীয় মহাসমাবেশ চলছে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে খুলনায় বিভাগীয় মহাসমাবেশ করছে বিএনপি। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর শহীদ মহারাজ চত্বরে এ সমাবেশ শুরু হয়।

খুলনায় বিভাগীয় মহাসমাবেশ করছে বিএনপি। ছবি: স্টার
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে খুলনায় বিভাগীয় মহাসমাবেশ করছে বিএনপি। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর শহীদ মহারাজ চত্বরে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত রয়েছেন।

দুপুর থেকে সমাবেশস্থলের আশে পাশে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। ছবি: স্টার
দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, কয়েক দফায় আবেদন করেও সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। এ ছাড়া, বাস মালিকদের ডেকে খুলনার ১৮টি রুটে সব ধরনের গাড়ি চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। গতকাল দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি’র অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে পথে বাধা দেওয়া হয়েছে। মহাসমাবেশ বানচাল করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
দুপুর থেকে সমাবেশস্থলের আশে পাশে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
আরও পড়ুন
Comments