‘বার্সেলোনা গড়পড়তা দল, মেসির দয়ার ওপর নির্ভরশীল’
অবসর নেওয়ার সময় তিনি ছিলেন পেশাদার ফুটবলের শীর্ষ স্তরে সবচেয়ে বেশি গোল করা আর্জেন্টাইন ফুটবলার। আলফ্রেদো দি স্তেফানোকে পেছনে ফেলেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর বেছে নেন কোচিং ক্যারিয়ার। সেখানেও ভরপুর সাফল্য উপভোগ করেছেন তিনি। একমাত্র কোচ হিসেবে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসের শিরোপা চারবার জেতার রেকর্ড তার দখলে। সেই কিংবদন্তি কার্লোস বিয়াঞ্চি যখন কোনো মন্তব্য করেন, তখন সেটা তো আলোচনার খোরাক যোগাবেই।
কিছুদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ধরাশায়ী হয় বার্সেলোনা। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজি ৪-১ গোলে বিধ্বস্ত করে তাদের। পিএসজির মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। ওই ম্যাচে চার গোলের ব্যবধানে জিততে পারলে পরের পর্বের টিকিট মিলবে কাতালানদের। তবে দলটির সাম্প্রতিক পারফরম্যান্সের যে হাল, তাতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসর থেকে রোনাল্ড কোমান-লিওনেল মেসিদের বিদায় একরকম নিশ্চিত।
গত মৌসুমটি শিরোপা ছাড়া কেটেছিল বার্সেলোনার। চলতি মৌসুমেও উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া দলটিকে তেমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় কিনা তা সময়ই বলে দিবে। কিন্তু আশঙ্কা একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ বেশি খেলেও পয়েন্ট তালিকার একে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা। কোপা দেল রে থেকেও ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে বার্সা হেরে গেছে ২-০ ব্যবধানে। বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয় লেগে তারা নামবে আগামী বৃহস্পতিবার।
গোটা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফরাসি দৈনিক লা প্যারিসিয়েনকে বিয়াঞ্চি বলেছেন, বার্সেলোনা সাধারণ মানের একটি ক্লাব এবং লিওনেল মেসির ওপর অতিমাত্রায় তারা নির্ভর করে থাকে, ‘বার্সেলোনা একটি গড়পড়তা দল। লা লিগাতে তারা আছে তৃতীয় স্থানে। তারা ৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে, যারা আবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে সম্প্রতি হেরেছে।’
‘(পিএসজির বিপক্ষে) তাদের ফল আমাকে একটুও বিস্মিত করেনি। হ্যাঁ, পিএসজি দারুণ একটি ম্যাচ খেলেছে। কিন্তু বার্সেলোনা মেসির দয়ার ওপর নির্ভরশীল।’
লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচ দলের মধ্যে সবচেয়ে বেশি ২২ গোল হজম করেছে বার্সেলোনা। প্রায় ম্যাচেই রক্ষণভাগের দুর্বলতা ডোবাচ্ছে তাদের। পিএসজির বিশ্বকাপজয়ী তরুণ স্ট্রাইকার এমবাপে সেই সুযোগ নিয়েই অনায়াসে হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন বলে মনে করছেন বিয়াঞ্চি। তার মতে, রক্ষণভাগে অদল-বদল না আনলে সামনের ম্যাচে আরও বিব্রতকর অবস্থায় পড়তে হবে বার্সাকে, ‘এমবাপের বিপক্ষে ছিল (সের্জিনো) দেস্ত, যে সবে আন্তর্জাতিক ফুটবল খেলছে।’
‘তারপর (ক্লেমোঁ) লংলে আদৌ কি একজন দারুণ সেন্টার-ব্যাক? (জেরার্দ) পিকে গত তিন মাস খেলেনি (চোটের জন্য)... যদি একই দল নিয়ে দ্বিতীয় লেগে খেলে বার্সেলোনা, পিএসজি পাঁচ-ছয় গোল করবে।’
গত মৌসুমের শেষে ন্য ক্যাম্প ছাড়তে চেয়েও পারেননি মেসি। তবে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী গ্রীষ্মে। মেয়াদ পূর্ণ করে ৩৩ বছর বয়সী এই তারকা নতুন ঠিকানায় পাড়ি জমাবেন বলে গুঞ্জন চড়া। স্বদেশি খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হলেও বিয়াঞ্চি তার পায়ের জাদু দেখা থেকে এখনই বঞ্চিত হতে চাইছেন না, ‘আমি জানি না কী ঘটবে। আমি তাকে খেলতে দেখতে চাই। সে আমাকে রোমাঞ্চিত করে।’
‘তার হয়তো বয়স বেড়েছে। কিন্তু সে এখনও কিছু কিছু ম্যাচে গোটা দলকে ড্রিবল করে পেরিয়ে যাওয়া ক্ষমতা রাখে। ক্রিস্তিয়ানো রোনালদো আর (জ্লাতান) ইব্রাহিমোভিচের মতো ৩৩ বছর বয়সেও সে অসাধারণ একজন খেলোয়াড়।’
Comments