সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন।
tamim and pr

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন।

সেভেন রিংস সিমেন্টের কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিরেক্টর তাহমিনা আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সেভেন রিংস সিমেন্টের ডিরেক্টর অ্যান্ড সিইও শেখ রায়হান  আহমেদ, ডিরেক্টর সাইফ রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে, চিফ মার্কেটিং অফিসার গৌতম  চ্যাটার্জী, হেড অব এম.এস.ডি মো. হারুন-উর-রশিদ, ডিজিএম ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস আতিক আকবর, সেভেন রিংস সিমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষরের পর বাঁহাতি ওপেনার তামিম বলেন, ‘সেভেন রিংস সিমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। তারাই একমাত্র সিমেন্ট কোম্পানি যাদের বাংলাদেশের তিনটি ভিন্ন জায়গায় তিনটি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। আমি আরও গর্বিত এটা জেনে যে, বাংলাদেশের বাইরেও সিমেন্ট রপ্তানি করছে তারা।’

সেভেন রিংস সিমেন্টের ডিরেক্টর তাহমিনা বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক তামিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত।’

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

3h ago