কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকালে মহাসড়কের হারবাং ইউনিয়নের ইসলামনগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন মাইক্রোবাসের চালক চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২২) এবং আবু তালেব (৪০)।
আহত ১২ জনের মধ্যে সুনিল দাশ (৫২), আবদুল হাকিম (৩২), জাফর আলম (৩২), তফসীর আহামদ (৩০), মো. জাকারিয়া (৫২), শুভ (৫০), মতিউর রহমান (৬৫), আবদুর রহিম (২২) ও ওসমান গনির (২৬) পরিচয় পাওয়া গেছে। বাকি তিন জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করেছি এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি।’
দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাস ও মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
Comments