শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় পঙ্গু হাসপাতালের অর্থপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডা. সি এইচ রবিন, তার স্ত্রী রাখি দাস ও সহযোগী বাসু হালদারের বিরুদ্ধে বরিশালের উজিরপুর থানায় মামলা হয়েছে।
আজ শনিবার বিকেলে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হাসান জানান, শিশুটির বাবা মারা গেছেন এবং মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায়, অভিভাবক হিসেবে শিশুর চাচা তপন বাড়ৈ আজ এ মামলা করেছেন।
ওসি জানান, ১১ বছরের শিশুটি গত ছয় মাস ধরে ঢাকায় ওই দম্পতির বাসায় কাজ করত। অভিযোগ আছে, সেখানে নির্যাতনের শিকার হওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি বাসু হালদার শিশুটিকে অসুস্থ অবস্থায় উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার একটি দোকানের কাছে রেখে যান। সেখান থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও জানান, গতকাল শুক্রবার শিশুটি কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে চলে গেলে হাসপাতালের মেডিকেল অফিসার ড. মো. শামসুদ্দোহা তৌহিদ শিশুটির শরীরে পুরাতন ও নতুন মারধোরের চিহ্ন আছে উল্লেখ করে একটি জিডি করেন।
ওসি জানান, শনিবার ভোরে পুলিশ শিশুটিকে আগৈলঝড়ায় এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে চিকিৎসক রবিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, মামলাটি একটি সাজানো ঘটনা। শিশুটির পরিবার তার কাছ টাকা আদায়ের উদ্দেশে এ পরিস্থিতির সৃষ্টি করেছে।
Comments