জিয়াউর রহমানের নাম ১৯৭১ সালেই পাস হয়ে গেছে: আব্দুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জিয়াউর রহমানের নাম ১৯৭১ সালেই পাস হয়ে গেছে। আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, 'আমরা পরিস্কারভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধের মহানায়কদের দিকে হাত দিয়েন না। ইতিহাসকে উল্টো দিকে কয়েকদিনের জন্য নিতে পারেন। আপনার ও আপনার বাবার ছবি পুলিশ গার্ড দিয়ে রাখতে হয়। খালেদা জিয়া বা জিয়াউর রহমানের ছবি পুলিশ গার্ড দিয়ে রাখতে হয় না। সংবিধানে পাশ করে নিতে হয় না। জিয়াউর রহমানের নাম ১৯৭১ সালেই পাশ হয়ে গেছে।'
আব্দুস সালাম বলেন, 'জিয়াউর রহমান কোন মার্শাল ল দিয়ে ক্ষমতায় আসেন নাই। ক্যু করে ক্ষমতায় আসেন নাই। মার্শাল ল আওয়ামী লীগ দিয়েছে। আপনার বাবাকে আওয়ামী লীগই হত্যা করেছে। আওয়ামী লীগের স্পিকার লন্ডনে গিয়ে বক্তব্যে বলেছে, ফেরাউনের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। ইতিহাসের জায়গায় ইতিহাস রাখেন। আপনার বাবার শ্রদ্ধা যদি রাখতে চান, জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতে শিখুন।'
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা বিভাগীয় এ বিশেষ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. বোরহান উদ্দিন সভাপতিত্ব করেন। কুমিল্লা বিভাগীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। এতে চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments