কালীগঞ্জ পৌর নির্বাচন

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

Jhinaidoho_Election_28Feb21.jpg
ঝিনাইদহে কালীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই জন আহত হয়েছেন। ছবি: স্টার

ঝিনাইদহে কালীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় আড়পাড়া শিবনগর সরকারি প্রার্থমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পানির বোতল প্রতীক নিয়ে কাউন্সিল পদপ্রার্থী আরিফুল ইসলামের এক সমর্থককে দালাল বলায় ব্ল্যাক বোর্ড প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মেহেদী হাসান সজলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কেন্দ্রের সামনে উত্তেজনা দেখা দিয়েছিল। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে দুই জন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তাদের পরিচয় জানা যায়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে, ভোটগ্রহণ স্বাভাবিক আছে।’

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago