ছাত্রদলের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ-কাঁদানে গ্যাস, আহত ৪০

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের মানববন্ধনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশের লাঠিচার্জে আমাদের অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে মানববন্ধন করতে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। ১১টার দিকে তারা রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পরেন। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করলে তাদের হটিয়ে দিতে পুলিশ ফাঁকা গুলি চালায় এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘তারা অনুমতি ছাড়াই এখানে কর্মসূচী পালনের চেষ্টা করছিল। তাই পুলিশ তাদের হটিয়ে দিয়েছে।’
Comments