মহেশপুরে অনিয়মের অভিযোগে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন
নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজ রবিবার দুপুর ১টার দিকে তিনি মহেশপুর উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রের বাইরের পরিবেশ ভালো কিন্তু ভেতরের পরিবেশ একদমই খারাপ। এছাড়াও কেন্দ্র থেকে তার এজেন্টদের সকালেই বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রোকনুজ্জামান জানান, এ ধরনের কোনো অনিয়মের ঘটনা ঘটেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। বিপুল পরিমান পুলিশ, র্যাব, বিজিবি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করে যাচ্ছে।
Comments