খুলনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনার কয়রা উপজেলার বাসিন্দা ওষুধ বিক্রেতা আকবর আলী (৭০) হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার সকালে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান। তারা সবাই উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এমন ইলিয়াস খান দ্য ডেইলি স্টারকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৫ জুলাই ভোরে নাকশা গ্রামের বাসিন্দা আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পরে আকবরের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই বছরের ২৩ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) সুবীর দত্ত আদালতে অভিযোগপত্র দেন। বিচারকাজ চলাকালে এজাহারভুক্ত আসামি কামরুল ইসলাম মারা গেলে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
Comments