বগুড়া পৌর নির্বাচন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

বগুড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ছবি: সংগৃহীত

বগুড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় শহরের সিটি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এই সময় সেখানে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিম (পাঞ্জাবি প্রতীক) উপস্থিত ছিলেন।

গাবতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনী এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রওনক জাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

রওনক জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের সামনে, নির্বাচনী ক্যাম্পে মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়।’

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

26m ago