এবার সিনেমার পর্দায় মাইলস’র শাফিন আহমেদ

মাইলস ব্যান্ডের শাফিন আহমেদকে এবার সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। কিশোর থ্রিলার গল্পের সিনেমা ‘রহস্য ঘেরা শহর’-এ অভিনয় করবেন তিনি।
তারিক মুহাম্মদ হাসান পরিচালিত এই সিনেমার জন্য আজ রোববার চুক্তিবদ্ধ হয়েছেন শাফিন আহমেদ।

পরিচালক তারিক মুহাম্মদ হাসান নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিনেমায় অভিনয় নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে রাজি হয়েছেন। ছবিতে তাকে একজন রহস্যমানব হিসেবে দেখতে পাবেন দর্শক। এটি কিশোর থ্রিলার গল্পের সিনেমা। শাফিন ভাইকে ধন্যবাদ আমার ওপর আস্থা রেখে অভিনয়ে করতে রাজি হওয়ায়। তিনি তরুণ প্রজন্মের কাছে একটা স্বপ্নের নাম। আমার সিনেমায় অভিনয় করছেন এটা আমার জন্য বেশ আনন্দের।’
আগামী ১১ মার্চ থেকে ‘রহস্য ঘেরা শহর’-এর শুটিং শুরু হবে। এতে আরও অভিনয় করছেন- শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজসহ অনেকেই। সিনেমার গল্প ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক।
Comments