মিরপুর চিড়িয়াখানা রোডে স্বপ্ন’র নতুন আউটলেট

রাজধানীর মিরপুর-২ চিড়িয়াখানা রোড এলাকায় বড় পরিসরে যাত্রা শুরু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
Shwapna.jpg
মিরপুর চিড়িয়াখানা রোডের ৭৮ নম্বর প্লট সেকশন-২ এর ব্লক ডি-তে নতুন আউটলেটের উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ চিড়িয়াখানা রোড এলাকায় বড় পরিসরে যাত্রা শুরু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

আজ রোববার সকাল ১১টায় মিরপুর চিড়িয়াখানা রোডের ৭৮ নম্বর প্লট সেকশন-২ এর ব্লক ডি-তে নতুন আউটলেটের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ মূল্য ছাড়।

স্বপ্নের রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, ‘মিরপুর চিড়িয়াখানা রোডে ৩৭৫০ স্কয়ার ফুটের বড় এই আউটলেটে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করতে পারবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে এখানে পণ্য রাখা হয়েছে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়ন আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।’

এসময় উপস্থিত ছিলেন ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিচালক (অর্থ ও প্রশাসন) জান্নাতুল হক, স্বপ্নের ইন্টারন্যাল অপারেশনের এজিএম হিল্লোল মাশরেকী, ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট শরিফুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার আকবর হোসেন ও রিটেইল এক্সপানশনের ডেপুটি ম্যানেজার ফেরদৌস জামানসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Fire at Big Boss factory still burning after 5 hours

Firefighters were only able to reach the scene around 4:45pm after being delayed for hours due to worker unrest

55m ago