পিএসসির মাধ্যমে ৩য়-৪র্থ শ্রেণির কর্মী নিয়োগের উদ্যোগ নিন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ রোববার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (বিপিএসসি) পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের উদ্যোগ নিতে বলেছেন।
president abdul hamid
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: ফাইল ফটো

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ রোববার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (বিপিএসসি) পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের উদ্যোগ নিতে বলেছেন।

বিপিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন আজ বঙ্গভবনে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ উপস্থাপন করতে গেলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এটি সময় সাশ্রয় করবে এবং চাকরি প্রার্থীদের ভোগান্তি দূর করবে।’

রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পিএসসিকে নির্দেশনাও প্রদান করেন।

সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং করোনার সময়কালে কমিশন পরিচালনার পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি পাবলিক সার্ভিস কমিশনের কাজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, পিএসসি দেশের যোগ্য যুব সমাজকে বিভিন্ন সরকারি পদে নিযুক্ত করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করবে।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এবং কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

1h ago