ভারতের তৈরি কোভ্যাক্সিন নিলেন মোদি

Modi.jpg Final.jpg
ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন মোদি। ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার কোভিড-১৯ এর টিকা কোভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

‘ভারত বায়োটেক’ কোম্পানি কোভ্যাকসিন তৈরি করেছে।

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের টিকা প্রয়োগ এবং মোদি সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে গিয়ে প্রথম ডোজ নেন। এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই সঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদেরও দেওয়া হবে ভ্যাকসিন।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকা প্রয়োগ শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১৫ মিলিয়ন মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনা মূল্যে দেবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের সর্বোচ্চ দাম আড়াইশো টাকা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, বর্তমানে ভারতে প্রতিদিন ১৫ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হচ্ছে।

সরকারি তথ্যমতে, মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু ও গুজরাট প্রদেশে নতুন কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। 

Comments

The Daily Star  | English

6 killed, 37 injured in road crashes across 5 districts

The accidents took place in Sherpur, Narsingdi, Brahmanbaria, Faridpur, and Gopalganj today

8m ago