সাভারে ৪ ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা
সাভার আশুলিয়ায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে চারটিকে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে আশুলিয়ার তুরাগ নদীর তীর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ও পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় বায়ুদূষণকারী পাঁচটি ইটভাটায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চারটি ইটভাটা— মেঘনা ব্রিক্স-১ ও ২ কে পাঁচ লাখ করে মোট ১০ লাখ টাকা, সুরমা ব্রিক্সকে ও আলী আশরাফ ব্রিক্সকে ছয় লাখ করে মোট ১২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং সকল ইটভাটাকে এক্সকেভেটর দিয়ে সম্পূর্নরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।
হাইকোর্টের রিটপিটিশন নম্বর ৯১৬/২০১৯ এর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বায়ুদূষণরোধে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো বন্ধ করার লক্ষ্যে এ অভিযান চালানো হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দ্য ডেইলি স্টারের এই প্রতিবেদক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের কাছে অভিযানের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে উল্লেখ করে তিনি কোনো মন্তব্য করেননি।
Comments