বিএনপি’র সমাবেশের আগে রাজশাহীতেও বন্ধ বাস চলাচল

আগামীকাল মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের ঘোষণার পর আজ সোমবার সেখানে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
রাজশাহীগামী বাস বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জে আটকা পড়েছেন যাত্রীরা। ছবি: স্টার

আগামীকাল মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের ঘোষণার পর আজ সোমবার সেখানে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শাফকাত মঞ্জুর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জেলায় রাজনৈতিক কর্মসূচি থাকায় শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে কারণে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।’

‘আজ সকালে বাস চলাচল করছিল। কিন্তু, ধীরে ধীরে যাত্রীর সংখ্যা কমে যায়। তারপর বাস বন্ধ করে দিয়েছি’ বলেও উল্লেখ করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী থেকে কোনো বাস বের হচ্ছে না এবং সেখানে ঢুকছেও না।

সমাবেশ নিয়ে বিএনপির জেলা প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘আগামীকাল ৩টায় রাজশাহী শহরের সাহেব বাজার, গণকপাড়া ও সোনাদিঘির মোড়ে বিভাগীয় সম্মেলনের জন্যে অনুমতি চাওয়া হয়েছে। এখনো অনুমতি পাইনি।’

আগামীকালের সমাবেশ উপলক্ষে আজ দুপুর ১টায় শহরের মানুপাড়ায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান আগামীকাল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সম্মেলনের ঘোষণা দেন।

আমাদের চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীতে আজ সোমবার সকালে থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বাস বন্ধের কারণ সম্পর্কে মালিক সমিতি ও পুলিশ স্পষ্ট করে কিছু বলছে না।

এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগী ও শ্রমিকরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ ভোর থেকে যথারীতি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী আন্তঃজেলা সার্ভিসের বেশ কয়েকটি বাস ছেড়ে যায়। কিন্তু, সকাল ৮টার দিকে শহরের বিশ্বরোড মোড়ে চেক পোস্ট বসায় পুলিশ। এরপরই পুরোপুরি বন্ধ হয়ে যায় বাস চলাচল।

এমনকি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচলও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তারা।

এক যাত্রী শামীমা বেগম ডেইলি স্টারকে বলেন, ‘আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহিপুর থেকে। রাজশাহী যাওয়া জরুরি। কিন্তু, এসে দেখি গাড়ি বন্ধ।’

হানিফ কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ গাজর ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ সকাল ৮টার আগে কয়েকটি গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। কিন্তু, ৮টার পর ছেড়ে যাওয়া গাড়িগুলোকে শহরের বিশ্বরোড মোড় থেকে পুলিশ যাত্রীসহ ফেরত পাঠায়।

জেলা বাস মালিক সমিতির সভাপতি এ কে এমন লুৎফর রহমান ফিরোজ ডেইলি স্টারকে বলেছেন, ‘বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানি না।’

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এমন আব্দুর রকিব ডেইলি স্টারকে বলেন, ‘সামনে শ্রমিকদের নির্বাচন। তাই তারা বিশ্রামের জন্য নিজেরাই গাড়ি বন্ধ রেখেছেন।’

এদিকে, রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগদান বাধাগ্রস্ত করতেই বাস বন্ধ করা হয়েছে বলে মনে করছেন বিএনপির একাধিক স্থানীয় নেতা। যদিও এ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন না কেউই।

আরও পড়ুন:

বিএনপির সমাবেশ আগামীকাল, ২৪ ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ

খুলনায় বিএনপি’র সমাবেশ, বাস বন্ধে জনদুর্ভোগ চরমে

বিএনপি নেতাদের আসার খবরে ফেরি বন্ধের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

Comments

The Daily Star  | English
BNP call's hartal

Fresh 48-hour blockade from Sunday: BNP

The BNP today called a fresh two-day countrywide blockade from 6:00am on Sunday

24m ago