বাংলাদেশের মিডিয়াকে ‘ভাইব্রেন্ট, ফ্রি ও কালারফুল’ বললেন ভারতের হাইকমিশনার

vikram-doraiswami-1.jpg
বিক্রম কুমার দোরাইস্বামী | স্টার ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আজ সোমবার দুই দেশের মধ্যে সম্ভাব্য সেরা বোঝাপড়া নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

ভারতীয় হাইকমিশনের সহায়তায় জাতীয় প্রেসক্লাবের মিডিয়া সেন্টারের সংস্কার ও আধুনিকায়ন শেষে উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলাদেশের মিডিয়াকে ভাইব্রেন্ট, ফ্রি ও কালারফুল বলে উল্লেখ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে চলেছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, ‘এই গুরুত্বপূর্ণ মাসে জাতীয় প্রেসক্লাবে আসতে পেরে তিনি আনন্দিত।’

তিনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাব এমন একটি স্থান, যা বাংলাদেশের চেতনার মূর্ত প্রতীক।’

দোরাইস্বামী বলেন, ‘তারা বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের গল্পকে মূল্য এবং সম্মান দেয়।’

প্রেসক্লাব সভাপতি বলেন, ‘দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বত্র প্রসারিত হচ্ছে এবং উভয় দেশের গণমাধ্যমের মধ্যে আরও সহযোগিতার ওপর জোর দেন।’

তিনি মিডিয়া সেন্টার সংস্কার কাজে ভারতীয় হাইকমিশনের অবদানের কথা স্মরণ করেন।

সভাপতি বলেন, ‘তারা এই সহযোগিতার জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে চিরকৃতজ্ঞ।’

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

27m ago