সেরা প্রতিষ্ঠানের পুরস্কার পেল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
২০১৯-২০২০ অর্থবছরে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে চমৎকার নৈপুণ্য দেখিয়ে ‘সেরা প্রতিষ্ঠান’-এর পুরস্কার পেয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
গত ২৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন।
আজ সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক স্মারক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পুরস্কার পাওয়ার পর প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী কর্মীদের ধন্যবাদ জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন।
সেখানে তিনি বলেন, এই অর্জনের কৃতিত্ব প্রতিষ্ঠানের সব স্তরের কর্মচারীদের প্রাপ্য। সবার চেষ্টায় এটি সম্ভব হয়েছে।
এ সময় তিনি সবাইকে সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মুনীর চৌধুরী বলেন, আন্তর্জাতিক মান অর্জন ও বিজ্ঞান শিক্ষার উন্নয়নে বিজ্ঞান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আরও উন্নয়ন প্রয়োজন।
Comments