সু চির বিরুদ্ধে আদালতে আরও ২ মামলা
মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি আটকের একমাস পর আজ আইনজীবীর সঙ্গে প্রথমবারের মতো ভিডিওতে দেখা করার সুযোগ পেলেন। আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেপিদোর একটি আদালতে হাজির হলে, তিনি তার আইনজীবীর সঙ্গে দেখা করতে চান।
সু চির আইনজীবীর বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। আইনজীবী মিন মিন সোয়ে বলেন, 'আমি ভিডিওতে তাকে দেখেছি, সুস্থ দেখেছি।' তিনি এসময় সু চিকে ‘মা’ বলে সম্বোধন করেন।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী সু চিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। সেদিন দলের অন্যান্য নেতাদের সঙ্গে তাকে আটক করা হয়। এরপর থেকে সু চির দেখা পায়নি কেউ।
আইনজীবী মিন মিন সোয়ে জানান, আজ সু চির বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে আদালতে।
'ভীতি তৈরি' বা 'শান্তি শৃঙ্খলা' বিঘ্ন করে এমন তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারির বিষয়ে ঔপনিবেশিক আমলের দণ্ডবিধির একটি ধারায় একটি মামলা হয়েছে। আর, টেলিযোগাযোগ আইনে আরও একটি মামলা হয়েছে।
এর আগে, সেনাবাহিনীর কাছে আটকের পর, সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকি-টকি রেডিও আমদানির অভিযোগে ও প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছিল।
আগামী ১৫ মার্চ সু চির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান আইনজীবী মিন মিন সোয়ে।
Comments